ইউটিউব ভিডিওর গতি কম বা বেশি করবেন যেভাবে

 

ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন অনেকে। কিন্তু সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে সব সময় পুরো ভিডিও দেখা হয়ে ওঠে না। সমস্যা সমাধানে অনেকে ইউটিউবের ভিডিও একটানা না দেখে টেনে টেনে দেখেন। এতে ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হয় না। তবে চাইলেই ইউটিউবে ভিডিওর গতি কম বা বেশি করে দেখা যায়।

ইউটিউবে ভিডিওর গতি কম বা বেশি করার জন্য প্রথমে ভিডিওর ওপরের অংশের ডানদিকে থাকা সেটিংস অপশনে ট্যাপ করতে হবে। এবার প্লেব্যাক স্পিড অপশন ট্যাপ করে ভিডিওর গতি কম বা বেশি করতে হবে। ইউটিউবে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর গতি সাধারণ অবস্থায় থাকে। ফলে ভিডিওর গতি বাড়ানোর জন্য ১.২৫ গুণ বা ১.৫ গুণ অপশন নির্বাচন করতে হবে। গতি কমানোর জন্য ০.৭৫ বা ০.৫ অপশনে ক্লিক করতে হবে।

কম্পিউটারে কী–বোর্ডের শর্টকাট ব্যবহার করেও ইউটিউবে ভিডিওর গতি নিয়ন্ত্রণ করা যায়। কী–বোর্ডের মাধ্যমে ভিডিওর গতি বাড়ানোর জন্য একসঙ্গে ‘শিফট’ এবং ‘>’ বাটন চাপতে হবে। গতি কমানোর জন্য একসঙ্গে ‘শিফট’ ও ‘<’ বাটন চাপতে হবে। একসঙ্গে ‘শিফট’ ও ‘০’ কী চাপলে পুনরায় স্বাভাবিক গতিতে ভিডিও দেখা যাবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.