কম্পিউটার ও ল্যাপটপের পর্দা বড় থাকায় সহজেই একই পর্দায় একাধিক ট্যাব বা সফটওয়্যারের কাজ করা যায়। তবে ফোনের পর্দা ছোট থাকার কারণে একটি অ্যাপ বন্ধ করে নতুন অ্যাপ চালু করেন অনেকেই। তবে চাইলেই ফোনের স্প্লিট স্ক্রিন সুবিধা কাজে লাগিয়ে একই পর্দায় আলাদাভাবে দুটি অ্যাপ ব্যবহার করা যায়।
স্প্লিট স্ক্রিন সুবিধায় মূলত ফোনের পর্দা দুই বা তার বেশি ভাগে বিভক্ত করে কাজ করা যায়। পর্দার আকারগুলো চাইলে ইচ্ছেমতো ছোট বা বড় করার সুযোগ থাকায় সহজেই কাজ করা সম্ভব। এ সুবিধা চালুর জন্য যে অ্যাপগুলো ব্যবহার করবেন, তা চালু করতে হবে। এরপর রিসেন্ট অ্যাপ দেখার জন্য স্মার্টফোনের নিচে থাকা তিনটি ডট বা চারকোনা বক্সে ক্লিক করলেই সম্প্রতি চালু হওয়া অ্যাপগুলো দেখা যাবে। রিসেন্ট অ্যাপ দেখা অবস্থায় প্রথম অ্যাপটির আইকনের অংশে ট্যাপ করে ওপেন ইট স্প্লিট স্ক্রিন ভিউ নির্বাচন করলেই অ্যাপটি পর্দার অর্ধেক অংশজুড়ে চালু হবে। এবার নিচে থাকা অ্যাপ তালিকা থেকে অন্য অ্যাপ নির্বাচন করলে সেটিও পর্দায় দেখা যাবে। অর্থাৎ দুটি অ্যাপই আলাদাভাবে পর্দায় দেখা যাবে। পর্দা স্প্লিট অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যেকোনো অ্যাপ নিচের থেকে সোয়াইপ করতে হবে।
কোন মন্তব্য নেই