কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করল ইউটিউব
ইউটিউবে রেসট্রিকটেড মোড চালু থাকলে অবাঞ্ছিত বা অশ্লীল কোনো ভিডিও দেখা যায় না। ফলে অভিভাবকদের অগোচরে কিশোর-কিশোরীরা নিরাপদে ইউটিউব ব্যবহার করতে পারে। কিন্তু ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন বিষয়ের ভিডিও দেখানোর কারণে মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ভিডিও বারবার দেখতে বাধ্য হয় কিশোর-কিশোরীরা। তাই এবার কিশোর-কিশোরীদের জন্য নিজেদের রিকমেন্ড পদ্ধতিতে নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে ইউটিউব।
ইউটিউবের তথ্যমতে, কিশোর-কিশোরীদের অনেকেই বিভিন্ন ভিডিও দেখে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে। এতে ধীরে ধীরে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা। তাই সম্প্রতি বিভিন্ন মনোবিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে আলোচনা করে নতুন এ নিরাপত্তা সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সুবিধা চালুর ফলে কিশোর-কিশোরীদের জন্য ইউটিউবের রিকমেন্ড অ্যালগরিদমে পরিবর্তন আনা হয়েছে। ফলে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ভিডিও দেখার সুপারিশ করবে না ইউটিউব।
নতুন এ সুবিধার পাশাপাশি দীর্ঘ সময় একটানা ইউটিউবে ভিডিও দেখলেই কিশোর-কিশোরীদের সতর্কবার্তা পাঠাবে ইউটিউব। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হলেও পর্যায়ক্রমে সব দেশের কিশোর-কিশোরীদের জন্য এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
সূত্র: গ্যাজেটস নাউ
কোন মন্তব্য নেই