নির্দিষ্ট ঠিকানায় পণ্য রেখে আসতে পারে এই রোবট

 

কারও সাহায্য ছাড়াই নির্দিষ্ট ঠিকানায় পণ্য পৌঁছে দিতে পারে এই রোবট। শুধু তা–ই নয়, ক্রেতা কাজে ব্যস্ত থাকলে নির্দিষ্ট স্থানে পণ্য রেখেও আসতে পারে। অর্থাৎ ক্রেতারা সরাসরি পণ্য সংগ্রহ করতে না চাইলে নির্দিষ্ট ঠিকানায় নিজ থেকেই পণ্য রেখে আসতে পারে রোবটটি।


অটোবট ইয়েতি নামের রোবটটি তৈরি করেছে অটোনোমিডটআইও নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) নিজেদের তৈরি রোবটের কার্যকারিতা প্রদর্শন করেছে তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.