অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপে ক্যাপশন যোগ করা যাবে

 

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপে ছবি, ভিডিও বা জিআইএফ পাঠান অনেকেই। কেউ আবার অন্যদের পাঠানো ছবি, ভিডিও বা জিআইএফ নির্দিষ্ট ব্যক্তিকে ফরোয়ার্ড করেন। তবে একাধিক ছবি, ভিডিও বা জিআইএফ পাঠালে প্রাপক ঠিকমতো বুঝতে পারেন না, কোনটি কোন কাজে ব্যবহার করতে হবে। এ সমস্যা সমাধানে আইফোনে ফরোয়ার্ড করা ছবি বা ভিডিওর নিচে ক্যাপশন লেখার সুযোগ আগেই চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড ফোনেও ক্যাপশন লেখার সুযোগ চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

‘ফরোয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলেই ফরোয়ার্ড করা ছবি, ভিডিও বা জিআইএফের নিচে ক্যাপশন লিখতে পারবেন। ফলে প্রাপকও সহজে সেগুলো ব্যবহার করতে পারবে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ক্যাপশনযুক্ত ছবি, ভিডিও বা জিআইএফ ফরোয়ার্ড করার আগে চাইলে ক্যাপশন পরিবর্তন বা মুছেও ফেলা যাবে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বিনিময় করা ছবি, ভিডিও বা জিআইএফ ফাইল পরবর্তী সময়ে দ্রুত খুঁজে পাওয়া যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.