ফোন ছাড়াই গন্তব্যের পথ দেখাবে স্মার্ট ঘড়ি

 

ফোনের সংযোগ ছাড়াই ওয়্যারওএসে (স্মার্ট ঘড়ির অপারেটিং সিস্টেম) চলা স্মার্ট ঘড়িতে গুগল ম্যাপ ব্যবহার করা যাবে। এ জন্য ওয়্যারওএসে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সরাসরি স্মার্ট ঘড়িতেই গুগল ম্যাপ চালু করতে পারবেন। শুধু তা-ই নয়, নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর নির্দেশনাও জানার সুযোগ মিলবে।

গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা চালুর ফলে ওয়াই-ফাই ইন্টারনেটের পাশাপাশি মোবাইল ডেটা ব্যবহার করে সরাসরি অনলাইনের সঙ্গে যুক্ত হবে ওয়্যারওএসে চলা স্মার্ট ঘড়ি। ফোনের সংযোগ ছাড়াই আলাদাভাবে গুগল ম্যাপ চালু করা যাবে। ফলে সহজেই স্মার্ট ঘড়ির পর্দায় গুগল ম্যাপের দিকনির্দেশনা দেখা যাবে।

ফোনের সংযোগ ছাড়া স্মার্ট ঘড়িতে গুগল ম্যাপ চালুর পর মুখের কথায়ও গন্তব্য নির্বাচন করা যাবে। চাইলে নিজের অবস্থানের তথ্যও দেখা যাবে। শুধু তা-ই নয়, গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.