হোয়াটসঅ্যাপে মুছে ফেলা বার্তা ফিরে পাওয়া যাবে

 

এত দিন পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর মুছে ফেলার সুযোগ দিলেও এবার মুছে ফেলা বার্তা উদ্ধারের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। ‘অ্যাকসিডেন্টাল ডিলিট’ নামের এ সুবিধা চালুর ফলে কাজের চাপে বা মনের ভুলে মুছে ফেলা বার্তাগুলো সহজেই উদ্ধার করা যাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে। পর্যায়ক্রমে সব আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

অ্যাকসিডেন্টাল ডিলিট নামের এ সুবিধায় ‘আনডু’ নামের একটি বাটন রয়েছে। বাটনটিতে চাপলেই মুছে ফেলা বার্তা আবার দেখা যাবে। এ জন্য বার্তা মুছে ফেলার ৫ সেকেন্ডের মধ্যেই বাটনটি চাপতে হবে। ফলে চাইলেই মুছে ফেলা পুরোনো বার্তাগুলো উদ্ধার করা যাবে না।

দীর্ঘদিন থেকেই পাঠানো বার্তা উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তাঁদের মতে, মুছে ফেলা বার্তায় অনেক সময়ই প্রয়োজনীয় তথ্য থাকে। ফলে সেগুলো পরে প্রয়োজন হয়। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করেই মূলত মুছে ফেলা বার্তা উদ্ধারের সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।


সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.