টফি অ্যাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখেছেন ১ কোটি ৫৫ লাখ দর্শক
গতকাল রোববার টফি অ্যাপে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখেছেন প্রায় ১ কোটি ৫৫ লাখ দর্শক। বিশ্বকাপ শুরুর পর থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত ১০০ কোটিরও বেশি দর্শক টফি অ্যাপে খেলা দেখেছেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিটাল বিনোদনের এ অ্যাপ।
এ বিষয়ে টফি অ্যাপের মূল প্রতিষ্ঠান বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘আমরা টফি অ্যাপের মাধ্যমে দর্শকদের নিজেদের মতো করে খেলা দেখার সুযোগ করে দিয়েছি। দর্শকদের এই বিপুল সাড়া সামনের দিনগুলোয় টফি অ্যাপে আরও উন্নত মানের কনটেন্ট যুক্ত করতে উৎসাহিত করবে।
’
কোন মন্তব্য নেই