এল শাওমির নতুন স্মার্টফোন

 

বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে শাওমি। রেডমি এ১ সিরিজের এ১ প্লাস মডেলের এই ফোনে তিন গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট রমসহ মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ১১ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

৬.৫২ ইঞ্চি পর্দার ফোনটির সামনে ৫ ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়।

রেডমি সিরিজের নতুন ফোন উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি সিরিজ বরাবরই ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। আশা করি, রেডমি সিরিজের অন্যান্য ফোনের মতো রেডমি এ১ প্লাস ফোনটিও সবার মন জয় করে নেবে।’


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.