গুগলের সার্চ বক্সে যোগ হলো লেন্স আইকন
গুগলের সার্চ বক্স থেকেই ব্যবহার করা যাবে গুগল লেন্স। ছবি শনাক্ত করে একই ধরনের ছবি অনলাইন থেকে খুঁজে দিতে পারায় এ সুবিধা কাজে লাগিয়ে দ্রুত প্রয়োজনীয় ছবি খুঁজে পাওয়া যাবে। সার্চ বক্সের ডান দিকে মাইক্রোফোন আইকনের পাশেই গুগল লেন্স আইকন পাওয়া যাবে।
আইকনে ক্লিক করে কম্পিউটারে থাকা কোনো ছবি বা ইউআরএল নির্বাচন করলেই অনলাইনে একই ঘরানার ছবি খুঁজে দেবে গুগল। ফলে দ্রুত প্রয়োজনীয় ছবি খুঁজে পাওয়া যাবে। পর্যায়ক্রমে সব কম্পিউটার ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
গুগলের ভাইস প্রেসিডেন্ট রাজান প্যাটেল এক টুইটে লেন্স সুবিধা যুক্তের কথা জানিয়েছেন। গুগল হোমপেজের একটি ছবিসহ সেই টুইটে তিনি জানান, এখন কম্পিউটার থেকে খুব সহজেই ছবি সার্চ করা যাবে।
গুগল ইমেজেস ফিচার দিয়েও একইভাবে তথ্য অনুসন্ধান করা যায়। তবে গুগল লেন্সের বেশ কিছু সুবিধা গুগল ইমেজেসে পাওয়া যায় না। গুগল লেন্সে ছবি যোগ করার পর সেই ছবিতে থাকা বার্তাও কপি করে অনুবাদ করা যায়। এমনকি ছবিতে থাকা বিভিন্ন গাছ বা প্রাণীর তথ্যও জানা সম্ভব।
সূত্র: টেক ক্র্যান্চ
কোন মন্তব্য নেই