দেশে এল ভিভোর নতুন স্মার্টফোন
বাংলাদেশে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে চলা ওয়াই ২২ এস মডেলের এ ফোনে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট রম রয়েছে। এর দাম ধরা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা।
৬.৫৫ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৫০ ও ২ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চলা এ ফোনে সুপার নাইট মোড সুবিধা থাকায় কম আলোতেও উন্নত মানের ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব।
কোন মন্তব্য নেই