হোয়াটসঅ্যাপে উচ্চ রেজল্যুশনের ছবি পাঠাবেন যেভাবে

 

বার্তার পাশাপাশি সহজে ছবি ও ভিডিও পাঠানোর জন্য আমরা অনেকেই ইনস্ট্যান্ট মেসেজিং–সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির আকার ছোট বা কম রেজল্যুশনের হয়ে থাকে। ফলে ছবিগুলো কাজে লাগিয়ে ভালোমানের কোনো কাজ করা সম্ভব হয় না। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে থাকা একটি টুল ব্যবহার করে উচ্চ রেজল্যুশনের ছবি পাঠানো যায়।

ভালোমানের ছবি লেনদেনের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর স্টোরেজ অ্যান্ড ডেটা অপশন ট্যাপ করে সেখানে থাকা ফটো আপলোড কোয়ালিটি অপশন থেকে বেস্ট কোয়ালিটি নির্বাচন সিলেক্ট করতে হবে। সাধারণত অপশনটিতে অটো অপশন স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। ফলে ভালোমানের ছবি পাঠানো যায় না।

হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস আকারেও উচ্চ রেজল্যুশনের ছবি পাঠানো যায়। এ জন্য হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনের অ্যাটাচ আইকনে ক্লিক করে ডকুমেন্টে ট্যাপ করে ছবি নির্বাচন করে পাঠাতে হবে। এ অপশন ব্যবহার করে ছবি ছাড়া পাওয়ার পয়েন্ট, পিডিএফসহ যেকোনো ডকুমেন্ট পাঠানো যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.