ইনস্টাগ্রাম স্টোরিজ ভিডিও ফেসবুকে শেয়ার করবেন যেভাবে
ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধা কাজে লাগিয়ে সহজে ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে প্রদর্শন করা যায়। ভিডিওগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকে নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে ভিডিও পোস্ট করেন। চাইলে নিজেদের তৈরি ইনস্টাগ্রাম স্টোরিজ ভিডিও ফেসবুকে শেয়ার করা যায়। ফলে আলাদাভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে না। এ জন্য অবশ্যই ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি লিংক করা থাকতে হবে।
ইনস্টাগ্রাম থেকে ফেসবুক স্টোরিজে ভিডিও শেয়ার করার জন্য প্রথমে ইনস্টাগ্রামের প্লাস আইকন থেকে স্টোরিজ অপশন নির্বাচন করতে হবে। এরপর বাঁ পাশের ওপরে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এবার স্টোরিজ অপশন নির্বাচনের পর স্ক্রল করে নিচে নামলে দেখা যাবে শেয়ারিং অপশন। এরপর শেয়ার ইউর স্টোরি টু ফেসবুক অপশন টগল করে ইনস্টাগ্রামে কোনো ভিডিও আপলোড করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে লিংক করা ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাবে।
নির্দিষ্ট স্টোরিজ ভিডিও ফেসবুকে শেয়ার করার জন্য ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার সময়ই স্টোরিজের নিচে থাকা ফেসবুক আইকন ট্যাপ করতে হবে। এর ফলে ভিডিওটি ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকে দেখা যাবে।
ফেসবুকের ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করা যায়। এ জন্য প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে ক্রিয়েট আ স্টোরি অপশনে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস আইকন নির্বাচন করে নিচে থাকা অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম টগলটি চালু করে ভিডিও পোস্ট করতে হবে।
কোন মন্তব্য নেই