ইউটিউবে স্ট্রিমিং সেবা প্রতিষ্ঠানের ভিডিও বা সিনেমাও দেখা যাবে

 

প্রাইমটাইম চ্যানেলস নামে নতুন সুবিধা চালু করেছে ইউটিউব। এ সুবিধা চালুর ফলে ইউটিউব অ্যাপেই বিভিন্ন স্ট্রিমিং সেবা দেওয়া প্রতিষ্ঠানের তৈরি ভিডিও, অনুষ্ঠান বা সিনেমা দেখা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এ সুবিধা ব্যবহার করা যাবে।

নির্দিষ্ট স্ট্রিমিং সেবা প্রতিষ্ঠানে নিবন্ধন করে গ্রাহকেরা যেভাবে বিভিন্ন অনুষ্ঠান বা সিনেমা দেখেন, ঠিক একইভাবে প্রাইমটাইম চ্যানেলসের মাধ্যমে সেগুলো ইউটিউবে দেখা যাবে। চাইলে একাধিক স্ট্রিমিং সেবা দেওয়া প্রতিষ্ঠানের ভিডিও এবং সিনেমাও দেখা যাবে। ফলে ইউটিউব ব্যবহারকারীরা নিজেদের পছন্দের সব ভিডিও বা সিনেমা এক স্থানে দেখতে পারবেন।

প্রাইমটাইম চ্যানেলস থেকে অনুষ্ঠান বা সিনেমা দেখার সুযোগ দিতে এরই মধ্যে ৩০টিরও বেশি স্ট্রিমিং সেবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ইউটিউব। ফলে ইউটিউব অ্যাপ থেকেই স্ট্রিমিং সেবা প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠান বা ভিডিও সরাসরি দেখা যাবে। শুধু তাই নয়, ইউটিউব থেকেই সরাসরি অর্থের বিনিময়ে স্ট্রিমিং সেবা প্রতিষ্ঠানগুলোয় নিবন্ধন করা যাবে।

এ বিষয়ে ইউটিউব জানিয়েছে, স্ট্রিমিং সেবা দেওয়া প্রতিষ্ঠানে নিবন্ধন করলেই ব্যবহারকারীদের ইউটিউব ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে পছন্দের অনুষ্ঠান ও সিনেমা উপস্থাপন করবে প্রাইমটাইম চ্যানেলস। ফলে দ্রুত পছন্দের ভিডিও ও সিনেমার সন্ধান পাওয়া যাবে।
সূত্র: ম্যাশেবল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.