শুভ জন্মদিন সের্গেই ব্রিন

 


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের ৪৯তম জন্মদিন আজ। কম্পিউটার বিজ্ঞানী ও ইন্টারনেট উদ্যোক্তা সের্গেই ব্রিন রাশিয়ার মস্কোয় ১৯৭৩ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম সের্গেই মিখাইলোভিচ ব্রিন। তাঁর বাবার নাম মাইকেল ব্রিন ও মা ইউজেনিয়া ব্রিন।

সের্গেই ব্রিনের বাবা মাইকেল ব্রিন ছিলেন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক। আর তাই ১৯৭৯ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন ব্রিন। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক শেষ করে ভর্তি হন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে পরিচয় হয় ল্যারি পেজের সঙ্গে। দুজন মিলে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন গুগল। মজার বিষয় হলো, প্রথম সাত বছর ৪ সেপ্টেম্বরে জন্মদিন উদ্‌যাপন করলেও ২০০৫ সাল থেকে ২৭ সেপ্টেম্বরে জন্মদিন উদ্‌যাপন করে আসছে গুগল।

২০১৫ সালে অ্যালফাবেট ইনকরপোরেশন প্রতিষ্ঠা করেন সের্গেই ব্রিন ও ল্যারি পেজ। বর্তমানে অ্যালফাবেটের অধীনেই পরিচালিত হচ্ছে গুগল। শুরুতে অ্যালফাবেটের প্রধান হিসেবে দায়িত্ব নেন ল্যারি, প্রেসিডেন্ট হন সের্গেই ব্রিন। কিন্তু ২০১৯ সালে অ্যালফাবেট ইনকরপোরেশন পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন তাঁরা। বর্তমানে উভয়ই প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য, শেয়ার হোল্ডার ও সহপ্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন সের্গেই ব্রিন। তাঁর সম্পদের পরিমাণ ৯ হাজার ৪৬০ কোটি ডলার (প্রায়)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.