ফ্রিল্যান্সারদের জন্য ময়মনসিংহে নকরেক আইটির আরেকটি শাখা

 


ময়মনসিংহের বলাশপুরে নতুন শাখা চালু করেছে নকরেক আইটি ইনস্টিটিউট। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গায়রা গ্রামের সফল ফ্রিল্যান্সার সুবীর নকরেকের ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানটিতে বছরে এক হাজার শিক্ষার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন। শনিবার এ শাখার উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, ট্রাইবাল ওয়েলফেয়অরর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যোহন সাংমা এবং নকরেক আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর নকরেক।


উদ্বোধনী অনুষ্ঠানে সুবীর নকরেক বলেন, ‘আমরা সারা দেশের তরুণ-তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলব। ফলে তাঁরা চাকরির পেছনে না ঘুরে নিজেরাই ঘরে বসে আয় করতে পারবেন। এই শাখায় বছরে এক হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের বিভিন্ন জেলায় চালু থাকা নকরেক আইটিতে এ পর্যন্ত প্রায় ছয় হাজার শিক্ষার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়েছে।’
অনুষ্ঠানে নকরেক আইটির ছয় বছর পূর্তিও উদ্‌যাপন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.