ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল মেকআপ করা যাবে মাইক্রোসফট টিমসে


 ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে অনলাইনে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। কিন্তু হঠাৎ করে বন্ধু বা পরিচিতদের কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় চেহারা নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ভিডিও কলের সময় ব্যবহারকারীদের চেহারায় ভার্চ্যুয়াল মেকআপ করার সুবিধা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট টিমস।


নতুন এ সুবিধা চালুর জন্য যুক্তরাষ্ট্রের প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠান মেবিলাইনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিউটি অ্যাপ মাইক্রোসফট টিমসে যুক্ত করা হবে। ফলে ভিডিও কলে অংশ নেওয়ার সময় অ্যাপটিতে থাকা ১২ ধরনের ফিল্টার কাজে লাগিয়ে লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধনী ছবিতে ব্যবহার করা যাবে। ফলে ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা মেকআপ করা চেহারা দেখতে পারবেন।  

প্রাথমিকভাবে মাইক্রোসফট টিমসের এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য ভার্চ্যুয়াল মেকআপ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালুর বিষয়ে মেবিলাইন জানিয়েছে, ‘বাস্তবের পাশাপাশি ভার্চ্যুয়াল মেকআপে সহায়তা দিতে আমরা মাইক্রোসফট টিমসের সঙ্গে কাজ করছি। এ সুবিধা কাজে লাগিয়ে দ্রুত ভার্চ্যুয়াল মেকআপ করা যাবে।’
সূত্র: দ্য ভার্জ


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.