ইউটিউবে ভিডিও পর্যালোচনা করে কুইজ তৈরি করে দেবে এআই
ইউটিউবে শখের বশে ভিডিও পোস্ট করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান। এসব প্রশিক্ষণে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ মেলে না। ফলে শিক্ষামূলক ভিডিওগুলো দেখে শিক্ষার্থীরা কতটা উপকৃত হচ্ছেন, তা ভালোভাবে বোঝা যায় না। এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) কুইজ-সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটটি।
ইউটিউবের তথ্যমতে, শিক্ষামূলক ভিডিও দেখার পর নিজেদের মূল্যায়নের জন্য এ কুইজ-সুবিধা সহায়তা করবে। এ সুবিধা চালু হলে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো ফোনে ইউটিউব ফিডে ‘এআই জেনারেটেড কুইজেস’ নামের একটি পপআপ বার্তা দেখা যাবে। বার্তাটিতে ক্লিক করলেই ইউটিউবে দেখা সর্বশেষ শিক্ষামূলক ভিডিওর বিষয়ে কুইজে অংশ নেওয়া যাবে।
এআই জেনারেটেড কুইজেস সুবিধা মূলত যেকোনো ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে কুইজ পরিচালনা করতে পারে। আর তাই ব্যবহারকারীরা সহজেই নিজেদের দেখা শিক্ষামূলক ভিডিওগুলোর বিষয়ে কুইজে অংশ নিয়ে নিজেদের পরখ করতে পারবেন।
প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষার শিক্ষামূলক ভিডিওগুলোর জন্য কুইজ তৈরি করে দেবে এআই জেনারেটেড কুইজেস। উল্লেখ্য, ইউটিউবে ‘টেড-এড’ এবং ‘হাউ টু বেসিক’-এর মতো অনেক জনপ্রিয় শিক্ষামূলক ইউটিউব চ্যানেল রয়েছে। নতুন এ সুবিধা চালু হলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা শিক্ষার্থীরা উপকৃত হবেন।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
কোন মন্তব্য নেই