অবাধে বালু উত্তোলন করায় হুমকিতে বাঁধ ও সেতু

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদের ওপর স্থাপিত রাবার ড্যামের কাছ থেকে বালু তোলা হচ্ছে। এতে কোটি টাকার ওই রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন বোরো মৌসুমে ১০ হাজার একর জমির আবাদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। 

উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষির উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী ১৯৯৬ সালে উপজেলার যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের মাঝে জামিরাকান্দা এলাকায় ভোগাই নদের ওপর ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দীর্ঘ রাবার ড্যাম কাম সেতু নির্মাণ করেন। নির্মাণের পর থেকেই নির্বাচিত কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ২০১৪ সালের পর থেকে কোনো কমিটি নেই। এই পানি ১১টি খালের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ১০ হাজার একরে সেচ দিতে ব্যবহার করা হয়।

তবে কয়েক বছর ধরে রাবার ড্যামের ভাটিতে ইটের দেয়ালের কাছ থেকে বালু উত্তোলন করায় দেয়ালের কিছু অংশ ভেঙে গেছে। এতে রাবার ড্যাম ও সেতুটি ঝুঁকিতে রয়েছে। সামনে বোরো মৌসুমের আগেই পানি ধরে রাখার জন্য রাবারটি হাওয়া দিয়ে ফুলানো হবে। এতে পানির চাপে ভাটিতে থাকায় দেয়াল ভেঙে বাঁধ ও সেতু ধসে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ অবস্থায় রাবার ড্যাম ও সেতু রক্ষায় বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রাবার ড্যামটি দেখাশোনার দায়িত্বে থাকা আবদুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘদিন ধরে বেতন–ভাতা না পাওয়ায় কষ্টে দিন কাটাই। রাবার ড্যামের কাছ থেকে বালু তোলায় সেতু ও রাবার ড্যাম ধ্বংসের পথে। বার বার বলার পরও বালু তোলা বন্ধ করা সম্ভব হয়নি।’

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘প্রাথমিকভাবে আজ (বুধবার) রাবারড্যাম ফোলানো হবে। বালু তোলায় পেছনের অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। আশা করছি এতে পানি ধরে রাখতে রাবার ড্যামের কোন সমস্যা হবে না।’

উপজেলা সমবায় কর্মকর্তা আমীর হোসেন বলেন, ‘ওই রাবার ড্যামটি একটি নির্বাচিত পরিচালনা কমিটির মাধ্যমে রক্ষণাবেক্ষণসহ যাবতীয় কার্যাবলী চলার নিয়ম রয়েছে। তবে ২০১৪ সালের পর থেকে কোনো কমিটি নেই। বর্তমানে কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক ও আমাকে সদস্যসচিব করে কাজ করা হচ্ছে। শিগগির একটি নির্বাচিত পরিচালনা কমিটি গঠন করা হবে। ক্ষতিগ্রস্থ জায়গাগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর নির্দেশে আমরা রাবার ড্যাম এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলা হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। তবে রাবার বাঁধের আশপাশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.