চিকিৎসা ব্যবস্থাপত্র সহজে বুঝিয়ে দেবে গুগল

 

দেশ-বিদেশে চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র সহজে বুঝতে পারেন না অনেক রোগী। সমস্যা সমাধানে চিকিৎসকের ব্যবস্থাপত্র সহজে বুঝিয়ে দেওয়ার প্রোগ্রাম আনছে গুগল। হাতের লেখা শনাক্ত করতে সক্ষম এ প্রোগ্রাম তৈরির জন্য ফার্মাসিস্টদের সঙ্গে কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। আজ সোমবার ভারতে অনুষ্ঠিত গুগল ফর ইন্ডিয়া ২০২২ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গুগল জানিয়েছে, গুগল লেন্স কাজে লাগিয়ে এটি ব্যবহার করা যাবে। এ জন্য প্রথমে গুগল লেন্সে ব্যবস্থাপত্র স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করতে হবে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবস্থাপত্রের নির্দেশাবলি ও ওষুধের নাম জানাবে গুগল।

সম্মেলনে হাতের লেখা শনাক্তকরণের এই প্রোগ্রামের কার্যকারিতা দেখিয়েছে গুগল। ওষুধের নাম ও নির্দেশাবলি দ্রুত শনাক্ত এবং তথ্যভান্ডার তৈরির জন্য ফার্মাসিস্টদেরও যুক্ত করা হবে। ফলে নতুন এ প্রোগ্রাম চিকিৎসাবিষয়ক বিভিন্ন তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণেও সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিগগিরই নতুন এ প্রযুক্তি উন্মুক্ত করা হবে।

সূত্র: দ্য ভার্জ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.