এই স্মার্টফোনে টানা ৭ ঘণ্টা গেম খেলা যাবে
বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ওয়াই ০২ এস মডেলের এই ফোনে ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট রমসহ মিডিয়া টেক হেইলো পি৩৫ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ১২ হাজার ৫৯৯ টাকা।
৬.৫১ ইঞ্চি পর্দার ফোনটির সামনে ৫ এবং পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার ফোনটিতে একবার চার্জ করলে ৭ ঘণ্টা একটানা গেম খেলা যায়।
ফেস বিউটি এবং টাইম ল্যাপস প্রযুক্তিসহ শক্তিশালী প্রসেসর থাকায় ভালো মানের ছবি তোলার পাশাপাশি একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যায় ফোনটিতে।
কোন মন্তব্য নেই