দেশে এল নতুন গেমিং স্মার্টফোন

 

বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স মোবাইল। ইনফিনিক্স হট ২০ এস মডেলের এই ফোনে ৮ গিগাবাইট র‍্যাম, ১২৮ গিগাবাইট রমসহ মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অতিরিক্ত ৫ গিগাবাইট র‍্যাম এবং ৫১২ গিগাবাইট রম বৃদ্ধির সুযোগ থাকায় স্বচ্ছন্দে গেম খেলা যায়। এর দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা।

৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার ফোনটির সামনে ৮ এবং পেছনে ৫০, ২ ও ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা রয়েছে। পাঁচ হাজার মিলি–অ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার এ ফোনে পাওয়ার সেভিং প্রযুক্তি থাকায় একবার চার্জ করলে তিন দিন ব্যবহার যায়। ১৮ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার সুবিধা থাকায় দ্রুত চার্জ হয় ফোনটি।

বায়োনিক কুলিং প্রযুক্তি থাকায় দীর্ঘসময় একটানা গেম খেললেও এ ফোন গরম হয় না। শক্তিশালী ক্যামেরাসহ আই ট্র্যাকিং ফোকাস প্রযুক্তিনির্ভর ফোনটিতে ভালো মানের ছবি তোলার পাশাপাশি একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যায়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.