ইনস্টাগ্রাম অ্যাপেই তৈরি করা যাবে রিক্যাপ ভিডিও

 

ইনস্টাগ্রামে প্রতিবছরই ডিসেম্বর মাসে নিজেদের বিনিময় করা বছরের সেরা ভিডিওগুলোর রিক্যাপ তৈরি করেন ব্যবহারকারীরা। তাই রিক্যাপ ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য চুরি করে থাকে বিভিন্ন অ্যাপ। সমস্যা সমাধানে এবার অ্যাপেই রিক্যাপ ভিডিও তৈরির সুযোগ দিতে রিলস টেমপ্লেট যুক্ত করেছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।

নতুন এ সুবিধা কাজ লাগিয়ে সহজেই নিজেদের উল্লেখযোগ্য ভিডিওগুলোর কোলাজ তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে। ভিডিওগুলো সংগ্রহ করে বন্ধুদের পাঠানোরও সুযোগ মিলবে।

ইনস্টাগ্রামের ‘ক্রিয়েট ইয়োর ২০২২ রিক্যাপ রিল’ অপশনে রিল টেমপ্লেটটি পাওয়া যাবে। রিল টেমপ্লেটটি চালু করে ভিডিও নির্বাচন করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, চাইলেই জনপ্রিয় বিভিন্ন শিল্পীর গান বা সুরও যোগ করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।

সূত্র: টেক ক্র্যান্চ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.