ইউটিউবে আসছে নতুন সার্চ সুবিধা
ইউটিউবে সিনেমা বা নাটক দেখার সময় অনেকেই ব্যস্ততার কারণে উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখেন। কেউ আবার শুধু গান বা অ্যাকশন দৃশ্যের খোঁজ করেন। আগে থেকে জানা না থাকলে সিনেমা বা নাটকের পছন্দের দৃশ্যগুলো খুঁজে পেত বেশ কষ্ট করতে হয়, সময়ও লাগে বেশি। এ সমস্যা সমাধানে ইউটিউবে নতুন সার্চ সুবিধা চালু করছে গুগল। এ সার্চ সুবিধা কাজে লাগিয়ে চাইলেই ভিডিওতে থাকা নির্দিষ্ট দৃশ্যের সন্ধান পাওয়া যাবে। ফলে পুরো ভিডিও না দেখলেও পছন্দের দৃশ্যগুলো সহজে দেখার সুযোগ মিলবে।
গুগলের তথ্যমতে, এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা পছন্দের দৃশ্য বা মুহূর্তের নাম লিখে ভিডিওর শুরুতে সার্চ করলেই সে দৃশ্য থেকে ভিডিও চালু হবে। ফলে পছন্দের দৃশ্য কম সময়ে খুঁজে পাওয়া যাবে।
এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর ভিডিওর দৃশ্য সার্চ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে বলেও জানিয়েছে গুগল। তবে কবে নাগাদ এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে, তা জানায়নি প্রতিষ্ঠানটি।
সূত্র: লাইভ মিন্ট
কোন মন্তব্য নেই