বিনা মূল্যে তিন শতাধিক ই-বুক পড়ার সুযোগ
বইপ্রেমীদের বিনা মূল্যে তিন শতাধিক ই-বুক পড়ার সুযোগ দিচ্ছে রকমারি ডটকম (rokomari.com)। দেশের সবচেয়ে বড় এই অনলাইন গ্রন্থাগারে পাঁচ হাজারের বেশি ই-বুক রয়েছে। বিনা মূল্যে নির্দিষ্ট ই-বুক পড়ার সুযোগের পাশাপাশি ছাপা বইয়ের অর্ধেকের কম খরচে ই-বুক কেনা যাবে রকমারিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রকমারির ই-বুক গ্রন্থাগারে ফিকশন, নন-ফিকশন, ইসলামি, শিশু-কিশোর, ক্যারিয়ারসহ প্রায় সব ধরনের বই রয়েছে। প্রতিষ্ঠানটির লুক ইনসাইড সুবিধা কাজে লাগিয়ে ছাপা বই কেনার আদলে ই-বুকের বিভিন্ন অংশ পড়া যায়। শুধু তা-ই নয়, বই সম্পর্কে অন্যদের মতামত জানার সুযোগ মিলে থাকে।
অনলাইনে যেকোনো বই কেনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের ই-বুক লাইব্রেরি অপশনের বইটি ডাউনলোড হয়ে যায়। ফলে যেকোনো জায়গা থেকে অনলাইনে বইটি পড়া যায়।
কোন মন্তব্য নেই