ফিটনেসের তথ্য শেয়ার করা যাবে স্ন্যাপচ্যাটে

 

স্ন্যাপচ্যাটের একটি নতুন লেন্সের (বিশেষ সুবিধা) সাহায্যে ব্যবহারকারীরা তাদের ফিটনেস ট্র্যাকিং শেয়ার করার সুযোগ পাবেন। ব্যবহারকারীদের এ সুবিধা দিতে অ্যাক্টিভিটি অ্যান্ড ফিটনেস ট্র্যাকিং অ্যাপ স্ট্রাভা’র সাথে যৌথভাবে কাজ করছে স্ন্যাপচ্যাট। স্ট্রাভা প্রোফাইলের সঙ্গে সরাসরি সংযুক্ত করে ওয়ার্ক আউটের বিভিন্ন তথ্য উপাত্ত দেখাবে স্ন্যাপচ্যাট। প্রত্যেক ওয়ার্ক আউটের তথ্যই স্ন্যাপচ্যাটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।


স্ট্রাভা থেকে স্ন্যাপচ্যাটে অ্যাক্টিভিটি শেয়ার করতে স্ট্রাভা প্রোফাইলে গিয়ে অ্যাক্টিভিটিস ট্যাব সিলেক্ট করে কাঙ্ক্ষিত ওয়ার্ক আউটে স্ক্রল করতে হবে। শেয়ার করা অ্যাক্টিভিটিগুলো সবার জন্য কিংবা শুধু ফলোয়ারদের জন্য উন্মুক্ত করা যাবে।

স্ন্যাপচ্যাটের অ্যাপ লেন্স এক্সপ্লোরার এ স্ট্রাভা লেন্স খুঁজে পাওয়া যাবে। সাম্প্রতিক ওয়ার্ক আউট স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপচ্যাটে শেয়ার হয়ে যাবে। এছাড়াও আলাদা আলাদা অ্যাক্টিভিটি টগল করে সেগুলো শেয়ার করার সুযোগ রয়েছে। কোনো ওয়ার্ক আউট শেয়ার করার জন্য নির্বাচন করে স্ন্যাপ বা স্টোরি তৈরি করা যাবে।

ক্যামেরার মেমোরি থেকে ওয়ার্ক আউটের ছবি দিয়ে তৈরি স্লাইড শো শেয়ার করতে পারবেন ব্যবহারকারী। নতুন এই লেন্সটি আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্ন্যাপচ্যাট এবং স্ট্রাভা ব্যবহারকারীরা উপভোগ করতে পারছেন।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.