ইউটিউব শর্টসে কপিরাইট করা গান বা সুরের সময় বাড়ছে
টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শর্টস ভিডিওতে কপিরাইট করা গান বা সুরের সময় বৃদ্ধি করছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হলে যে কেউ নিজেদের শর্টস ভিডিওতে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের কপিরাইট করা গান বা সুর ব্যবহার করতে পারবেন।
৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে বিনিময়ের সুযোগ থাকায় ইউটিউব ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় শর্টস ভিডিও। ৬০ সেকেন্ডের ভিডিও তৈরির সুযোগ থাকলেও বর্তমানে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিওতে কপিরাইট করা গান বা সুর ব্যবহারের সুযোগ মিলে থাকে। ফলে বেশির ভাগ নির্মাতা শর্টসের জন্য ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করেন। নতুন এ সুবিধা চালু হলে শর্টসে আকারে বড় ভিডিওর সংখ্যা বৃদ্ধি পাবে।
শর্টস ভিডিওতে যেকোনো শিল্পীর কপিরাইট করা গান বা সুর ব্যবহার করা যাবে না। ইউটিউবের সঙ্গে চুক্তি করা গান বা সুর ব্যবহার করতে হবে। এ জন্য কপিরাইট করা গান বা সুরের সময় বৃদ্ধি করতে শিল্পীদের সঙ্গে নতুন করে চুক্তি করবে ইউটিউব। শিগগিরই আইফোন ও অ্যান্ড্রয়েডে চলা মুঠোফোনে এ সুবিধা চালু হবে। পর্যায়ক্রমে সব দেশের ইউটিউব ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি শর্টস ভিডিও নির্মাতাদের আয়ের সুযোগ দিতে বিজ্ঞাপন দেখিয়ে আয়ের অর্থ ভাগাভাগির উদ্যোগ নিয়েছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হওয়ায় শর্টস ভিডিও নির্মাতারা আরও বেশি আয় করতে পারবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
কোন মন্তব্য নেই