বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর নেইমার–ভিনিরা যা করলেন

 

দেশের হয়ে একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন কেইবা না দেখে! কাঙ্ক্ষিত সেই স্বপ্ন যদি ধরা দেয়, অনুভূতিটা কেমন হতে পারে? ব্রাজিল দলে ডাক পাওয়ার পর কেমন ছিল ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, গিমারেস, পেদ্রোদের অনুভূতি; সেটা তাঁরা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখে আসা যাক তাঁদের সেই অনুভূতি—

নেইমার

এমন নয় যে এবারই তিনি প্রথম বিশ্বকাপে খেলবেন। ২০১৪ সালে ঘরের মাঠে নেইমারের বিশ্বকাপ অভিষেক। এরপর খেলেছেন ২০১৮ বিশ্বকাপেও। এবার কাতার বিশ্বকাপে তিনি ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড়। এরপরও তিতে যখন তাঁর নাম ঘোষণা করলেন, আনন্দে ভেসে গেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড।

আন্তোনি

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা তিতের দল ঘোষণার সংবাদ সম্মেলন বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে টেলিভিশনে দেখছিলেন। যখন তাঁর নামটি তিতে ঘোষণা করেন, পরিবারের অন্যদের সঙ্গে নাচতে শুরু করেন আয়াক্সের সাবেক ফরোয়ার্ড। এবারই তাঁর বিশ্বকাপ অভিষেক হওয়ার কথা।

রিচার্লিসন

পরিবারের সদস্যদের সঙ্গে টিভিতে কোচ তিতের সংবাদ সম্মেলন দেখছিলেন রিচার্লিসন। মুখটা দুই হাঁটুর মধ্যে গুঁজে রেখে নিচের দিকে চেয়েছিলেন টটেনহামের স্ট্রাইকার। টিভির দিকে যেন তাকাতেই ভয় পাচ্ছিলেন তিনি। যখন নিজের নামটি শোনেন, সবার সঙ্গে নেচে উপলক্ষটা উদ্‌যাপন করেন।

ব্রুনো গিমারেজ

ব্রুনো গিমারেজ টেলিভিশনে চোখ রেখেছিলেন কয়েক দিন আগে পৃথিবীতে আসা ছেলেকে কোলে নিয়ে। তাঁর চারপাশ ঘিরে ছিলেন পরিবারের বাকি সদস্যরা। নিউক্যাসলের মিডফিল্ডারের নাম ঘোষণার পর আনন্দে ফেটে পড়েন সবাই।

এ ছাড়া ভিনিসিযুস জুনিয়র, ফ্রেদ, পেদ্রোরাও যে যাঁর মতো বিশ্বকাপ দলে ডাক পাওয়ার ক্ষণ উদ্‌যাপন করেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.