এল আইটেলের নতুন স্মার্টফোন
বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ভিশন ৫ প্লাস মডেলের এই ফোনে ৪ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট রমসহ টাইগার টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ১৩ হাজার ৬৯০ টাকা।
৬.৬ ইঞ্চি ফুল হাই-ডেফিনেশন (এফএইচডি) পর্দার ফোনটির সামনে ৫ এবং পেছনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার ফোনটিতে ফাস্ট চার্জ প্রযুক্তি থাকায় মাত্র ১০ মিনিটের চার্জে ৩ ঘণ্টা একটানা কথা বলা যায়।
নিরাপত্তার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফেস আনলক এবং আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি। শক্তিশালী নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি একসঙ্গে একাধিক সফটওয়্যারও ব্যবহার করা যায় ফোনটিতে। ফলে দ্রুত কাজ করা যায়।
কোন মন্তব্য নেই