গুগল ফটোজে ছবি সংরক্ষণ করবেন যেভাবে
বেশির ভাগ অ্যান্ড্রয়েড মুঠোফোনেই গুগল ফটোজ অ্যাপ বিল্টইনভাবে যুক্ত করা থাকে। অনলাইনে ছবি বিনিময়ের জনপ্রিয় সেবাটিতে ছবি সংরক্ষণের পাশাপাশি সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানোও যায়। এতে প্রয়োজনের সময় স্বচ্ছন্দে ছবিগুলো ব্যবহার করা সম্ভব। গুগল ফটোজে ছবি আর্কাইভ তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক--
ছবি সংরক্ষণের জন্য প্রথমেই মুঠোফোনে গুগল ফটোজ অ্যাপ চালু করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এবার মুঠোফোনে থাকা বিভিন্ন ছবি আর্কাইভে রাখার জন্য ক্লিক করে নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা মোর অপশনের ডানদিকে থাকা মুভ টু আর্কাইভ নির্বাচন করলেই ছবিগুলো আর্কাইভে চলে যাবে।
আর্কাইভ করা ছবি মুছে ফেলার জন্য গুগল ফটোজে প্রবেশ করে নিচে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করতে হবে। এরপর আর্কাইভ অপশন থেকে ছবি নির্বাচন করে মোর অপশনের ডানদিকে থাকা আনআর্কাইভ নির্বাচন করতে হবে।
কোন মন্তব্য নেই