Color OS 13 উন্মোচন করলো অপো স্মার্টফোন

 

সম্প্রতি অপো অ্যান্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেম Color OS 13 উন্মোচন করেছে। নতুন Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম Color OS 13 এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।

উপভোগ্য এবং স্বাচ্ছন্দ্যদায়ক ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পেতে এই অপারেটিং সিস্টেমে ব্যাবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন অ্যাকুয়ামরফিক ডিজাইন ও ব্যবহারবান্ধব ইউআই।

এই অপারেটিং সিস্টেমে অপো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে; ফলে Color OS 13 এর নতুন ফিচারগুলো AI (Artificial Intelligence) এক্সপেরিয়েন্স সহ ফোন ব্যবহারে আধুনিক অভিজ্ঞতা প্রদান করবে।     

নতুন অ্যাকুয়ামরফিক ডিজাইন  

প্রকৃতিতে পানির কার্যকারিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ডিজাইন আনা হয়েছে, যা দেখতে fluid, vibrant ও inclusive. Color OS 13 এর থিমটি এক কথায় অসাধারন। এটি সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে আলোর পরিবর্তিত রঙের দ্বারা অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।

এই নতুন OS এ ফন্ট যে কোন ভাষায় টেক্সটকে পাঠযোগ্য করতে পারে। কার্ড-স্টাইলড লেআউটের মতো অন্যান্য আপগ্রেডের সাথে Color OS 13 অ্যাকুয়ামরফিক ডিজাইনের ওপর ভিত্তি করে আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে।

ডিভাইসের পারফরমেন্সকে করবে আরো উন্নত

Color OS 13 এর ডায়নামিক কম্পিউটিং ইঞ্জিন অপো’র ডিভাইসের পারফরমেন্সকে করবে আরো উন্নত। Color OS 13 এ দুটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাটারির আয়ু বৃদ্ধি এবং ব্যাকগ্রাউন্ডে আরও অ্যাপ চালু রাখার ক্ষমতা। এটি ব্যাকগ্রাউন্ডে অ্যাপকে সচল রাখতে সাহায্য করবে এবং কোনো স্ট্যাটাস না হারিয়ে স্যুইচ করার সময় ল্যাগ অনুভব হবে না।

সম্পূর্ণ নতুন স্মার্ট ফিচার

Color OS 13 জীবন এবং কাজের প্রতিটি বিষয়কে প্রাধান্য দিয়ে এর স্মার্ট ফিচারের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। এই অপারেটিং সিস্টেমে রয়েছে স্মার্ট অলওয়েজ-অন ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিউজিক এবং ফুড ডেলিভারি সম্পর্কিত তথ্য এবং অ্যাপ, যা ব্যবহারকারীদের জীবনকে আরো সহজ করে দিবে।

Oppo কোম্পানি বিটমোজি ও স্পটিফাই সহ বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার এবং সেবা প্রদানকারীদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যার ফলে ব্যবহারকারীদের বিস্তৃত পরিসরে সুবিধাজনক এবং পারসোনালাইজড অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।  

কোভিড-১৯ মহামারির পর অনলাইন মিটিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই অপো তাদের স্মার্টফোনে এই প্রথম মিটিং অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে, যা বিশেষভাবে অনলাইন মিটিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে।

অনলাইন মিটিংয়ের সময় আরো স্থিতিশীল ইন্টারনেট সংযোগ (কানেকশন) প্রদান করতে মিটিং অ্যাসিসট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে ওয়্যারলেস ডেটা সেবা দিবে।

এই Color OS 13 এ রয়েছে নোটস শর্টকাট, যার সাহায্যে ব্যানার নোটিফিকেশনের ঝামেলা এড়িয়ে ব্যবহারকারীরা ছোট পপ-আপ উইন্ডোতে মিটিং করতে পারবে।  

এই অপারেটিং সিস্টেমে সবচেয়ে বড় আপডেটগুলোর মধ্যে অন্যতম হলো ব্যবহারকারীকে উন্নত মাল্টি-ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করা। মাল্টি-স্ক্রিন এর সাহায্যে অপো স্মার্টফোন এর সাথে অপো প্যাড এয়ার ও পিসির মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করাতে পারবেন।

প্রাইভেসি ও সিকিউরিটি ফিচারস

Color OS 13 প্রাইভেসি ও সিকিউরিটির ওপর গুরুত্ব দিয়েছে। Color OS 13 এ প্রাইভেসি ও সিকিউরিটি সংক্রান্ত ফিচারগুলোকে আরো আপডেট করা হয়েছে৷ উদাহরণস্বরূপ, কিছু সময় পর পর সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ক্লিপবোর্ড হিস্টোরিকে (ইতিহাস) মুছে ফেলবে এবং ম্যালওয়্যারের আক্রমণ প্রতিরোধ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.