২ ঘণ্টা পর সচল হলো হোয়াটসঅ্যাপ

 

দুই ঘণ্টা পর ত্রুটি দূর করে পুনরায় সচল হয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বেলা একটার পর থেকে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণে এ সমস্যা হওয়ায় মুঠোফোন ও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছিল না। বেলা তিনটার সময় প্রথমে মুঠোফোন এবং বিছু সময় পর ওয়েব সংস্করণে সচল হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।


হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের তথ্য প্রথম প্রকাশ করে ডাউন ডিটেক্টর ডটকম। হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে না পারার বিষয়টি টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগোযোগমাধ্যমেও প্রকাশ করেন অনেকে। কয়েক হাজার ব্যবহারকারী ডাউন ডিটেক্টর ডটকমে হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে না পারার বিষয়ে অভিযোগ করেন। সমস্যার সমাধান হলেও সেবা বিঘ্নের কারণ সার্ভার ডাউন না সাইবার হামলা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।

হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। আর এ কারণে বিশ্বব্যাপী প্রায় ২৫০ কোটির বেশি নিয়মিত ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.