আইপ্যাড ওএস ১৬ আনল অ্যাপল
আইফোনের জন্য আইওএস ১৬ আনার প্রায় দেড় মাস পর আইপ্যাড ওএস ১৬ এনেছে অ্যাপল। আইপ্যাডের নতুন এ অপারেটিং সিস্টেমে যোগ করা হয়েছে বেশ কিছু নতুন সুবিধা। দেখে নেওয়া যাক নতুন অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য দিকগুলো—
পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ
পাঠানো বার্তায় অনেক সময় ভুল থাকে। হতে পারে সেটা বানানের ভুল বা তথ্যগত ভুল। নতুন এ অপারেটিং সিস্টেমে সহজেই পাঠানো বার্তা সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি পাঠানো বার্তা ফিরিয়েও আনা যাবে। বন্ধুদের পাঠানো বার্তা পড়ার পর সেগুলো চাইলে আনরিড দেখানোরও সুযোগ মিলবে। বন্ধু বা পরিবারের সদস্যদের শেয়ার প্লে ব্যবহারের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিভিন্ন তথ্য বা ফাইল নিজেদের মধ্যে বিনিময় করা যাবে। ফলে একসঙ্গে একাধিক ব্যক্তি বিভিন্ন তথ্য, প্রকল্প নিয়ে কাজ করতে পারবেন। কেউ তথ্য পরিবর্তন করলে গ্রুপে থাকা অন্য ব্যক্তিরা অ্যাক্টিভিটি আপডেট–সুবিধার মাধ্যমে তা দ্রুত জানতে পারবেন।
ই–মেইলে নতুন টুল
‘রিমাইন্ড মি’ নামের নতুন এ টুলের সাহায্যে ই-মেইল ফলোআপের রিমাইন্ডার নির্ধারণ করা যাবে। ফলে পাঠানো ই-মেইল প্রাপক না দেখলে নির্ধারিত সময় পর স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে সতর্ক করবে টুলটি। শুধু তা–ই নয়, ই-মেইল লেখার সময় প্রাপকের ঠিকানা বা ফাইল যুক্ত করতে ভুলে গেলে সতর্কবার্তাও পাঠাবে।
আইক্লাউড ফটোজ লাইব্রেরি
সর্বোচ্চ ছয় ব্যক্তিকে নিয়ে আলাদা আইক্লাউড ফটোজ লাইব্রেরি তৈরি করা যাবে নতুন অপারেটিং সিস্টেমে। ফলে একসঙ্গে একাধিক ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করেও আইক্লাউড ফটোজ লাইব্রেরিতে থাকা তথ্য ও ছবি ব্যবহারের পাশাপাশি সম্পাদনা করতে পারবেন।
পাসওয়ার্ডের বদলে পাসকি
নতুন অপারেটিং সিস্টেমে সাফারি ব্রাউজার কাজে লাগিয়ে বিভিন্ন সেবা ও ওয়েবসাইটে প্রবেশের জন্য বারবার পাসওয়ার্ড না লিখে পাসকি ব্যবহার করা যাবে। ফলে একবার টাচ আইডি বা ফেস আইডি দিলে বারবার পাসওয়ার্ড লিখতে হবে না। আইক্লাউড কি–চেইনের মাধ্যমে এন্ড টু এন্ড এনক্রিপশন আকারে ব্যবহারকারীদের শনাক্তকরণ তথ্য বিনিময় করায় এ পদ্ধতি বেশ নিরাপদ।
হালনাগাদ আবহাওয়ার অ্যাপ
হালনাগাদ আবহাওয়ার অ্যাপ থাকায় ব্যবহারকারীরা সহজেই দেশ–বিদেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য জানতে পারবেন। তাপমাত্রার পাশাপাশি বাতাসের মান সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ঝড় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে ব্যবহারকারীদের সতর্কও করবে অ্যাপটি।
ছবিতে থাকা তথ্য সংগ্রহ
ছবিতে থাকা নির্দিষ্ট তথ্যের ওপর ট্যাপ করে শব্দ বা বাক্য সংগ্রহের সুযোগ রয়েছে নতুন অপারেটিং সিস্টেমটিতে। ফলে ব্যবহারকারীরা চাইলেই ছবিতে থাকা তথ্য বা লেখা কপি করে মেসেজেস অ্যাপে পোস্ট করতে পারবেন।
লাইভ টেক্সট–সুবিধা
লাইভ টেক্সট–সুবিধা কাজে লাগিয়ে ভিডিওতে থাকা যেকোনো লেখা বার্তা আকারে সংরক্ষণ করা যাবে। চাইলে সংগ্রহ করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কোন মন্তব্য নেই