আইপিএলের নিলাম হবে ইস্তাম্বুলে!
আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন একটি দেশে, যাদের সঙ্গে ক্রিকেটেরই কোনো যোগসূত্র নেই। গুঞ্জন রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে হতে পারে নিলাম আয়োজন। বিসিসিআইয়ের বরাতে এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রাথমিকভাবে বিসিসিআই ইস্তাম্বুল ও বেঙ্গালুরুকে আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বেছে রাখলেও বোর্ড কর্তাদের প্রথম পছন্দ তুরস্কের শহরটি। কয়েক দিন ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এ বিষয়ে বোর্ড আলোচনা চালাচ্ছে বলেও ভারতীয় গণমাধ্যমের খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ড আগেও আইপিএলের নিলাম দেশটির বাইরে আয়োজনের চেষ্টা করেছিল। একবার লন্ডনে নিলাম আয়োজন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে খরচের কথা ভেবে শেষ মুহূর্তে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেঁকে বসায় বিসিসিআইয়ের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে আইপিএলের মিডিয়া রাইটস রেকর্ড অঙ্কে বিক্রি হওয়ার পর এবার বিদেশে নিলাম আয়োজন অসম্ভব নয়। নভেম্বরের শুরুর দিকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
এদিকে প্লেয়ার্স ড্রাফটে বাড়ছে দলগুলোর বাজেটও। নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি ভারতীয় রুপি। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে দলগুলো।
আগামী বছর থেকে পুরোনো ফরম্যাটে ফিরছে আইপিএল। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে খেলা হবে পরবর্তী আইপিএল। আগামী মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে।
এর আগে সদ্য বিদায় নেয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী গত ২২ সেপ্টেম্বর ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন যে, প্রতিটি দলের নিজস্ব স্টেডিয়াম আছে। সেখানেই তারা নিজেদের হোম ম্যাচ খেলবে।
ডিসেম্বরে আইপিএল নিলাম, ভেন্যুও চূড়ান্ত
শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে আলোচনায় এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলতি বছরের ১৬ ডিসেম্বর এর নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবারের নিলামটি হবে ছোট পরিসরে।
এদিকে প্লেয়ার্স ড্রাফটে বাড়ছে দলগুলোর বাজেটও। নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি ভারতীয় রুপি। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে দলগুলো।
আগামী বছর থেকে পুরনো ফরম্যাটে ফিরছে আইপিএল। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে খেলা হবে পরবর্তী আইপিএল। আগামী মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে।
এর আগে সদ্য বিদায় নেয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী গত ২২ সেপ্টেম্বর ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন যে, প্রতিটি দলের নিজস্ব স্টেডিয়াম আছে। সেখানেই তারা নিজেদের হোম ম্যাচ খেলবে।
কোন মন্তব্য নেই