টিকটকে চালু হচ্ছে গেমস
ছোট আকারের ভিডিও দেখা ও বিনিময়ের পাশাপাশি এবার গেমও খেলা যাবে টিকটকে। এ জন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ বা লিংকে ক্লিক করতে হবে না। টিকটক অ্যাপের মধ্যে গেমস ট্যাব যুক্ত করা হবে। ট্যাবটিতে ক্লিক করলেই বিভিন্ন গেম দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো গেম খেলতে পারবেন। সবকিছু ঠিক থাকলে ২ নভেম্বর টিকটক অ্যাপে গেমস ট্যাব চালু করা হতে পারে।
ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। এবার গেমারদের নিজেদের দলে টানতে চায় চীনা অ্যাপটি। শুধু ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিই নয়, গেমগুলোতে বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি অর্থের বিনিময়ে বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ থাকায় আয়ও হবে টিকটকের।
উল্লেখ্য, গেম খেলার সুযোগ দিতে নিজেরাই বিভিন্ন গেম তৈরি করেছে টিকটক। গত মে মাস থেকে ভিয়েতনামের বেশ কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে গেমগুলো খেলার সুযোগ দেওয়া হয়। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর ওপর গেমগুলোর কার্যকারিতা পরখ করেছে টিকটক কর্তৃপক্ষ।
গেমিং ট্যাব চালুর জন্য গত সেপ্টেম্বর মাসে গ্লোবাল গেমিং বিভাগের প্রধান হিসেবে আসাফ স্যাগিকে নিয়োগ দিয়েছে টিকটক। গেমিং সেবার উন্নয়নে গেম নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: ম্যাশেবল
কোন মন্তব্য নেই