ইউটিউবে ভিডিওর নির্দিষ্ট অংশ বড় করে দেখা যাবে
ভিডিও চালু অবস্থায় নির্দিষ্ট অংশ জুম করে দেখার সুযোগ দিতে ‘পিনচ টু জুম’ সুবিধা চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে যেকোনো ভিডিওর নির্দিষ্ট অংশ বড় করে দেখা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। ছবি বড় করে দেখার আদলেই ভিডিও বড় করে দেখা যাবে। অর্থাৎ ভিডিও চালু থাকা অবস্থায় পর্দায় আঙুল দিয়ে বড় করলেই ভিডিওর ছবি বড় দেখা যাবে।
পিনচ টু জুম’–এর পাশাপাশি প্রিসাইস সিকিং নামের সুবিধাও যুক্ত করা হয়েছে ইউটিউবে। এ সুবিধা কাজে লাগিয়ে মুঠোফোন বা কম্পিউটারে চালু থাকা ভিডিও থামালেই ভিডিওর একাধিক থাম্বনেইল দেখা যাবে। নির্দিষ্ট থাম্বনেইল নির্বাচন করলেই বর্তমানের তুলনায় নিখুঁতভাবে নির্দিষ্ট স্থান থেকে ভিডিও আবারও চালু করা যাবে।
অ্যাম্বিয়েন্ট মোডের পাশাপাশি হালনাগাদ ডার্ক মোড সুবিধাও ব্যবহার করা যাবে ভিডিও বিনিময়ের সাইটটিতে। অ্যাম্বিয়েন্ট মোড–সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই ভিডিওর সঙ্গে সামঞ্জস্য রেখে ইউটিউবের পেছনের পটভূমি পরিবর্তন করতে পারবেন। হালনাগাদ ডার্ক মোডে বর্তমানের তুলনায় ঘন কালো রঙে দেখা যাবে।
এরই মধ্যে নতুন এসব সুবিধা বিভিন্ন দেশে চালু হয়েছে। কিছুদিনের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যবহারকারী নতুন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, টেক ক্র্যাঞ্চ
কোন মন্তব্য নেই