বাজারে গুগলের নতুন ফোন; ক্যামেরায় আনা হয়েছে বড়সড় পরিবর্তন
বাজারে এসেছে গুগলের নতুন দুইটি স্মার্টফোন। গুগল পিক্সেল সেভেন এবং গুগল পিক্সেল সেভেন প্রো মডেলের ফোন দুইটিতে যুক্ত করা হয়েছে নতুন সব ফিচার।
সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে ক্যামেরায়। গুগল পিক্সেল সেভেনে রয়েছে ৫০ মেগামিক্সেলের ডুয়েল ক্যামেরা। আর প্রোতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেই সঙ্গে ৪৯ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও ফোন দুইটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের সেফলি ক্যামেরা। দুইটি মডেলেই রয়েছে ৫ বছরের সিকিউরিটি আপডেট।
গুগল পিক্সেল সেভেন এবং গুগল পিক্সেল সেভেন প্রো এর দাম পড়বে যথাক্রমে ৫৯৯ ডলার ও ৮৯৯ ডলার।
কোন মন্তব্য নেই