এল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন


 বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। গ্যালাক্সি এফ ২২ মডেলের এই ফোনে ৬ গিগাবাইট র‍্যাম, ১২৮ গিগাবাইট রমসহ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং।

৯০ হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে সুবিধার ৬.৪ ইঞ্চি পর্দার ফোনটিতে উন্নত রেজল্যুশনে সিনেমা ও গেম খেলা যায়। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় চার্জ নিয়েও চিন্তা করতে হয় না।

ভালো মানের ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৪৮, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় সেলফির মান নিয়েও চিন্তা করতে হয় না। নিরাপত্তার জন্য এতে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। দেশের বাজারে ডেনিম ব্ল্যাক ও ডেনিম ব্লু রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।

স্যামসাং মোবাইলের মোবাইল বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান জানিয়েছেন, মানুষের স্মার্টফোন ব্যবহারের ধরন পরিবর্তন হচ্ছে। বর্তমানে ব্যবহারকারীদের অনেকেই ফোনে ভিডিও বেশি দেখছেন। শক্তিশালী ব্যাটারি ও সুপার অ্যামোলেড ডিসপ্লে সুবিধা থাকায় ব্যবহারকারীদের ভিডিও দেখার চাহিদা পূরণ করবে ফোনটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.