অ্যাপলের নতুন আইওএসে এবার ‘মেইলজ্যাক’ ত্রুটি

 

‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম আনার পর সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না অ্যাপলের। ১২ সেপ্টেম্বর নতুন অপারেটিং সিস্টেম আনার পরপরই আইফোনের ব্যাটারি বেশি খরচ হওয়ার পাশাপাশি ক্যামেরা কাঁপা, কপি-পেস্টের সমস্যা ও পর্দা কালো হওয়ার অভিযোগ ওঠে। সমস্যার সমাধান করতে বাজারে আনার মাত্র দুই সপ্তাহের মধ্যেই আইওএস ১৬-এর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। কিন্তু আবারও আইওএস ১৬–তে কারিগরি ত্রুটির সন্ধান মিলেছে।

আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে ‘মেইলজ্যাক’ নামের এ ত্রুটি শনাক্ত করেছে ইকুইনাক্স। নিজেদের তৈরি ভিপিএন ট্র্যাকারের মাধ্যমে এ ত্রুটির সন্ধান পেয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। তাদের দাবি, এ ত্রুটি কাজে লাগিয়ে অপরিচিত ঠিকানা থেকে আকারে বড় ই–মেইল পাঠিয়ে সহজেই আইফোন ও আইপ্যাডের ই–মেইল অ্যাপ অকার্যকর করা যায়। ফলে আইফোন বা আইপ্যাড থেকে ই–মেইল অ্যাপ ব্যবহার করতে পারেন না ব্যবহারকারীরা। আকারে বড় ই–মেইলগুলোতে বিশেষ ধরনের কোডযুক্ত বার্তা ব্যবহার করায় এ সমস্যা হয়। নতুন আইওএসে চাইলেই মুছে ফেলা যায় না ই–মেইলগুলো। ফলে যেকোনো মুহূর্তে সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।

ইকুইনাক্সের তথ্যমতে, আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে না মিললেও আগের সংস্করণগুলোতে চলা আইফোন ও আইপ্যাড থেকে সন্দেহজনক ই–মেইলগুলো সহজেই মুছে ফেলা যায়। কারণ, নতুন অপারেটিং সিস্টেমে ই–মেইল অ্যাপও হালনাগাদ করেছে অ্যাপল। আর হালনাগাদ করার পরই এ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।

আইওএস ১৬–তে এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাড ব্যবহার করে সন্দেহজনক ই–মেইলগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইকুইনাক্স।
সূত্র: এনডিটিভি


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.