উইন্ডোজে নিরাপত্তা ত্রুটি, দ্রুত হালনাগাদের পরামর্শ মাইক্রোসফটের





 সেপ্টেম্বর মাসে উইন্ডোজে ৬৩টি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে মাইক্রোসফট। তাই তড়িঘড়ি করে উইন্ডোজের নিরাপত্তা ত্রুটি দূর করে সফটওয়্যার হালনাগাদও (নিরাপত্তা প্যাঁচ) উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়ার কথা স্বীকার করে ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ হালনাগাদ করতে পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের তথ্যমতে, এ মাসে ৬৩টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার পাশাপাশি সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে। ত্রুটিগুলোর মধ্যে পাঁচটি ছিল ভয়ঙ্কর। এর মধ্যে সিভিই-২০২২-৩৭৯৬৯ নামের একটি ত্রুটি হ্যাকাররা ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি মূলত উইন্ডোজ কমন লগ সিস্টেমের ত্রুটি। তাই এ ত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ ৭ থেকে শুরু করে উইন্ডোজ ১১ ও উইন্ডোজ সার্ভার ২০০৮ ও ২০১২ কম্পিউটারে সাইবার হামলা চালানো সম্ভব।

নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলেই দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে মাইক্রোসফট। কিন্তু প্যাঁচ রিলিজের আগে যদি হ্যাকাররা ত্রুটি ব্যবহার করতে সক্ষম হয়, তখন সেটিকে জিরো ডে এক্সপ্লয়েট বলে। সিভিই-২০২২-৩৭৯৬৯ ত্রুটির ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে বলে স্বীকার করেছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানায়, সিভিই-২০২২-৩৭৯৬৯ ত্রুটি কাজে লাগিয়ে ম্যালওয়্যার বা ফিশিংয়ের মাধ্যমে সাইবার আক্রমণ করতে পারে হ্যাকাররা। ফলে কম্পিউটারের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যেতে পারে। তাই নিরাপদ থাকতে যত তাড়াতাড়ি সম্ভব উইন্ডোজ হালনাগাদ করতে হবে।
সূত্র: ফোর্বস



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.