রানির এই ছবি আগে কেউ দেখেননি
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের একটি অপ্রকাশিত ছবি প্রকাশ করেছে ব্রিটিশ রাজপরিবার। খবর দ্য ইনডিপেনডেন্টের।
গত সোমবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাহিত করা হয়। তারপর তাঁর অপ্রকাশিত ছবিটি প্রকাশ করা হলো।
ছবিটি ১৯৭১ সালে স্কটল্যান্ডের বালমোরালে তোলা হয়েছিল। বালমোরাল রানির প্রিয় জায়গা ছিল বলে মনে করা হয়।
প্রয়াত রানির ছবিটি ব্রিটিশ রাজপরিবার তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে। ছবিটির সঙ্গে শেক্সপিয়ারের হ্যামলেটের একটি লাইন যুক্ত করা হয়েছে।
৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।
সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হয়। পরে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাঁকে সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে সমাহিত করা হয়।
রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ১৯২৬ সালে। তিনি মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ৭০ বছর রাজকার্য পরিচালনা করে অনন্য ইতিহাস গড়েন।
কোন মন্তব্য নেই