বিজ্ঞান সাধারণ জ্ঞান – বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✬প্রশ্ন: কোন ধাতু সর্বাপেক্ষা হালকা ?
উত্তর: লিথিয়াম।
✬প্রশ্ন: জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে কি গঠিত হয় ?
উত্তর: কালো সোনা।
✬প্রশ্ন: “অ্যাকোয়া রিজিয়া” বলতে কি বুঝায় ?
উত্তর: কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রন।
✬প্রশ্ন: হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুঁলানোকে বলে ?
উত্তর: এনজিও প্লাস্ট।
✬প্রশ্ন: রক্তে লোহিত কনিকার কাজ কি ?
উত্তর: অক্সিজেন বহন করা।
✬প্রশ্ন: কোন রক্তের গ্রুপকে ” সর্বজনীন দাতা” universal donor বলা হয় ?
উত্তর: গ্রুপ O
✬প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ফুলকার সাহায্যে।
✬প্রশ্ন: বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয় ?
উত্তর: গ্রোথ হরমন।
✬প্রশ্ন: কোন শিলার মধ্যে ভাঁজ (Fold) ভালো দেখায় ?
উত্তর: পাললিক শিলা।
✬প্রশ্ন: নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
✬প্রশ্ন: কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয় ?
উত্তর: বিষুব রেখা।
✬প্রশ্ন: শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে ?
উত্তর: নাইট্রোজেন।
✬প্রশ্ন: কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ?
উত্তর: ঘোড়া।
✬প্রশ্ন: ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য ?
উত্তর: মূল, কান্ড, পাতা বিভক্ত অপুস্পক উদ্ভিদ।
✬প্রশ্ন: মানব দেহের সর্ববৃহৎ অঙ্ক কি ?
উত্তর: ত্বক।
✬প্রশ্ন: কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে ?
উত্তর: খেসারি।
✬প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি ?
উত্তর: গরুর মাংস।
✬প্রশ্ন: বায়ুমণ্ডলের স্তর কয়টি ?
উত্তর: 5টি ।
✬প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে ?
উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।
✬প্রশ্ন: আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায় ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।
✬প্রশ্ন: কোথায় সাঁতার কাটা কম অসাধ্য ?
উত্তর: সাগরে।
✬প্রশ্ন: সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
উত্তর: ইউরিয়া।
✬প্রশ্ন: তামা ও টিনের মিশ্রণে কি হয় ?
উত্তর: ব্রোঞ্জ।
✬প্রশ্ন: গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন ?
উত্তর: কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।
✬প্রশ্ন: কাচ কি দিয়ে তৈরি ?
উত্তর: Si02, যার অন্য নাম সিলিকা ।
✬প্রশ্ন: লাফিং গ্যাস কি ?
উত্তর: No2
✬প্রশ্ন: কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী ?
উত্তর: রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।
✬প্রশ্ন: কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন ?
উত্তর: প্রস্বেদন রোধ করার জন্য।
✬প্রশ্ন: এইডস্ রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে ?
উত্তর: শ্বেত কনিকা।
✬প্রশ্ন: তাপে কোন ভিটামিন নষ্ট হয় ?
উত্তর: ভিটামিন সি।
✬প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?
উত্তর: ডঃ আবদুল্লাহ আল মুতী।
✬প্রশ্ন: ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি ?
উত্তর: ডলি।
✬প্রশ্ন: ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ?
উত্তর: গলা।
✬প্রশ্ন: যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে ?
উত্তর: বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।
✬প্রশ্ন: উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি ?
উত্তর: 9 টি।
✬প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
উত্তর: সাভারে।
✬প্রশ্ন: কোনটি থেকে CFC নির্গত হয় না ?
উত্তর: কাগজের মিল।
✬প্রশ্ন: কোথায় দিন রাত্রি সমান ?
উত্তর: নিরক্ষরেখায়।
✬প্রশ্ন: কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন ?
উত্তর: ইউরি গ্যাগারিন।
✬প্রশ্ন: মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন ?
উত্তর: 1969, 21 জুলাই।
✬প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?
উত্তর: লাল, নীল, সবুজ।
✬প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ফুলকার সাহায্যে।
✬প্রশ্ন: কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন ও সুন্দর হয় ?
উত্তর: ক্রোমোপ্লাস্ট।
✬প্রশ্ন: সুনামি এর প্রধান কারণ কি ?
উত্তর: সমুদ্র তলদেশে ভূমিকম্প।
✬প্রশ্ন: বর্ণালী ও শুভ্রা কি ?
উত্তর: উন্নত জাতের ভুট্টা।
✬প্রশ্ন: রূপালী ও ডেলফোজ কি ?
উত্তর: উন্নত জাতের তুলা।
✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয় ?
উত্তর: 1957 সালে।
✬প্রশ্ন: পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কতগূন বড় ?
উত্তর: 13 লক্ষ গূন।
✬প্রশ্ন: ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে ?
উত্তর: ছায়াবৃত্ত।
✬প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত ?
উত্তর: শূন্য।
✬প্রশ্ন: কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় ?
উত্তর: জার্মানি।
✬প্রশ্ন: মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে ?
উত্তর: 23 জোরা ।
✬প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে ?
উত্তর: অ্যাডরেনালিন।
✬প্রশ্ন: জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: পানির সেচ।
✬প্রশ্ন: অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি ?
উত্তর: ইথিলিন।
✬প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় ?
উত্তর: এসিটিক এসিড।
✬প্রশ্ন: সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি ?
উত্তর: ডাব।
✬প্রশ্ন: মানবদেহে কতটি হাড় আছে ?
উত্তর: 206 টি।
✬প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে ?
উত্তর: ক্যালসিয়াম।
✬প্রশ্ন: বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি ?
উত্তর: নাইট্রোজেন।
✬প্রশ্ন: কোনটি ম্যানগ্রোভ বন ?
উত্তর: সুন্দরবন।
✬প্রশ্ন: গ্যালিলিও কি ?
উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
✬প্রশ্ন: কার্পাস তুলা থেকে কোন তন্ত্রুটি পাওয়া যায় ?
উত্তর: অ্যাসবেসটস।
✬প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
✬প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ?
উত্তর: ফাইলেরিয়া ক্রিমি।
সংগৃহীত
কোন মন্তব্য নেই