প্রথম প্রস্তুতি ম্যাচে যেসব পরীক্ষা-নিরীক্ষা করলেন সাকিব

 


এই টার্গেট ১৪৮!’

মিড উইকেট বাউন্ডারি থেকে হাত উঁচিয়ে সবার উদ্দেশে কথাটা বললেন লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান। তখন খেলার ১৭তম ওভার চলছিল। আফিফ হোসেনের সবুজ দল খেলছিল ১৬৬ রানের লক্ষ্যে। আগে ব্যাট করে সাকিবরা ৭ উইকেটে ১৬৫ রান করেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ব্যাটিং–সহায়ক উইকেটে।

কিন্তু রানতাড়ায় সাকিবদের সঙ্গে পেরে উঠছিলেন না আফিফরা। তাই অধিনায়ক সাকিব নিজেই প্রতিপক্ষকে লক্ষ্যটা কমিয়ে দিলেন ১৪৮ রানে। আফিফরা সেই লক্ষ্যে পৌঁছে গেলেন স্বাচ্ছন্দ্যে। এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি শেষ হলো আফিফদের ৪ উইকেটের জয়ে।

প্রস্তুতি ম্যাচ বলেই আজ দুটি ইনিংসেই পরীক্ষা-নিরীক্ষা হলো বেশ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবই ছিলেন পরীক্ষা-নিরীক্ষার কেন্দ্রে। দুই দলেরই ব্যাটিং অর্ডার কেমন হবে, কাকে ম্যাচের কোন অবস্থায় খেলাবেন—এসবই ছিল আজ সাকিবের অ্যাজেন্ডায়।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.