ব্যাংকে লেনদেন সকাল ৯টা থেকে বেলা ৩টা

 

আগামী বুধবার থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ সোমবার বিকেলে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বুধবার থেকে ব্যাংকের সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

তবে বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, লেনদেন হবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। বর্তমানে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেন ঘণ্টায় কোনো পরিবর্তন হয়নি। শুধু সময়সূচি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, লেনদেন–পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীকে বিকেল ৫টার মধ্যে অফিস ত্যাগ করতে হবে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সার্বক্ষণিক খোলা থাকবে। এসব এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.