ডোপ টেস্টে পজিটিভ হয়ে ১০ মাস নিষিদ্ধ শহীদুল


ডোপ টেস্টে পজিটিভ হয়ে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ পেসার শহীদুল ইসলাম। গত মার্চে সংগ্রহকৃত শহীদুলের নমুনায় নিষিদ্ধঘোষিত দ্রব্যের উপস্থিতি পেয়েছে আইসিসি।

এ অপরাধে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন শহীদুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে, শহীদুল এ ক্ষেত্রে ‘তাৎপর্যপূর্ণ কোনো অবহেলা’ করেননি। অনিচ্ছাকৃতভাবেই ওই ওষুধ অন্য একটি চিকিৎসার জন্য ব্যবহার করেছেন।

গত মে মাস থেকে শহীদুলের অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা শুরু হয়। আগামী বছরের ২৮ মার্চ ক্রিকেটে ফিরতে পারবেন এখন পর্যন্ত একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এ পেসার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.